গত ২৭ ও ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখ পাট অধিদপ্তরের ডিসেম্বর/১৭ মাসের সমন্বয় সভা ও ইন-হাউজ প্রশিক্ষণ অধিদপ্তরর সভাকক্ষে অনু্ষ্ঠিত হয়। সভা ও প্রশিক্ষণে প্রধান কারযালয় এবং আঞ্চলিক কারযালয়ের করমকরতাগণ অংশগ্রহণ করেন।